বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ইরানি পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা আটকে দেন ট্রাম্প


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৫ ১৮:১৫

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৬:৩৬

ছবি সংগৃহীত

ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত একটি হামলার চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠেকিয়ে দিয়েছিলেন। ট্রাম্প এই হামলার চেষ্টা ঠেকিয়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে তাদের সঙ্গে আলোচনায় পৌঁছানোর পদক্ষেপ নেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে ৪০ বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় বিশ্ব শক্তির যুগান্তকরী পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে চাইছেন।

শনিবার ইতালির রাজধানী রোমে যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসবেন। ২০১৫ সালের চুক্তিটি ভেস্তে যাওয়ার পর ইরান-যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আলোচনার এক সপ্তাহ পর শনিবার রোমে ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আলোচনার আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। চিঠিতে কোনও চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়েও সতর্ক করে দিয়েছিলেন তিনি।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইসরায়েল গত মে মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ওয়াশিংটনের সহায়তা চেয়েছিল। ইরানে হামলার এই পরিকল্পনা এবং এর সম্ভাব্য সব কৌশল কয়েক মাস ধরে বিবেচনাধীন ছিল।

তবে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরকালে ট্রাম্প জানিয়ে দেন, তিনি কোনও ধরনের হামলায় সমর্থন করবেন না। হামলার পরিবর্তে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার ঘোষণা দেন তিনি।

পশ্চিমা বিশ্ব অভিযোগ করলেও ইরান ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্রধারী হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে। তবে ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের চুক্তিটি বাতিল করার পর থেকে ইরান পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি করেছে।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাম্প্রতিক প্রতিবেদনে ‘‘গুরুতর উদ্বেগ’’ জানিয়ে বলা হয়েছে, ইরানের কাছে প্রায় ২৭৪ কেজি ৪০০ গ্রাম কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে। যা ৯০ শতাংশ অস্ত্র গ্রেডের কাছাকাছি পর্যায়ের।

সূত্র: এএফপি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top