বাণিজ্যমেলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের কথা অস্বীকার করল ইরান
প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৫ ১৫:৩২
আপডেট:
৮ আগস্ট ২০২৫ ১৪:৪৬

চলতি মাসের শেষের দিকে ইরানে শুরু হতে যাচ্ছে বাণিজ্যমেলা ইরান এক্সপো ২০২৫। তবে এই মেলায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর খবর অস্বীকার করেছে তেহরান।
দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সোমবার বলেছেন, দুই দেশের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও বেসরকারি খাতের বিনিয়োগকারী ইরান এক্সপো ২০২৫-এ উপস্থিত থাকবেন না।
মোহাজেরানি বলেন, ইসরাইলের ইহুদিবাদী শাসনব্যবস্থা ছাড়া আমাদের অন্য কোনও দেশের বিনিয়োগের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। তবে, বর্তমান অবকাঠামো মার্কিন বিনিয়োগের জন্য উপযুক্ত নয়, কারণ এখনও কোনও রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি।
এর আগে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, ইরানের বাণিজ্যমেলায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া হতে পারে। আগামী ২৮ এপ্রিল থেকে ২ মে তেহরানের আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হতে চলেছে।
ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থা সোমবার জানিয়েছে যে ১১০টি দেশের ৪,০০০ জনেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ইরানের প্রধান বাণিজ্যমেলায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে।
এই মাসের শুরুতে ওমানে শুরু হওয়া এবং সপ্তাহান্তে ইতালিতে চলমান ইরান-মার্কিন পরোক্ষ আলোচনার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি হতে পারে বলে আশা করছে উভয় পক্ষ।
ইরানি কর্তৃপক্ষ পুনর্ব্যক্ত করেছে যে তারা আলোচনার ফলাফল সম্পর্কে আশাবাদী বা হতাশাবাদী নয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: