শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ওমানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, জানা গেল যেসব তথ্য


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৫ ১৮:৪০

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ২৩:২৫

ছবি সংগৃহীত

ওমানের রাজধানী মাসকাটে চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। আলোচনার মূল বিষয় হলো- পারমাণবিক কার্যক্রমে সীমাবদ্ধতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার।

চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো:

আলোচনার সূচনা

শনিবার দুপুরে ওমানের রাজধানী মাসকাটে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়। এতে ইরানি এবং মার্কিন প্রতিনিধিদল ছাড়াও নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষজ্ঞরাও উপস্থিত।

কূটনৈতিক প্রস্তুতি

এই আলোচনার আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল-বুসাঈদির মধ্যে দুই দফা বৈঠক হয়। ওই বৈঠকে ইরান-মার্কিন আলোচনার সময়সূচি ও কাঠামো চূড়ান্ত করা হয়।

ইরান জানিয়েছে, তাদের প্রতিটি পদক্ষেপ অতীতের অভিজ্ঞতা ও যুক্তরাষ্ট্রের আচরণের ওপর নির্ভর করবে।

ক্ষেপণাস্ত্র ইস্যু

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাগাই স্পষ্ট করে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।

একটি ‘অবগত সূত্র’ মেহর নিউজকে জানিয়েছে, আলোচনা কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে।

ইরানের মনোভাব

তেহরান বারবার বলে আসছে, আলোচনায় অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা, বাস্তববাদিতা ও আন্তরিকতার ওপর।

পটভূমি

ওমানের রাজধানী মাসকাটে চলমান আলোচনাটি দুই দেশের মধ্যে এটি তৃতীয় দফার আলোচনা। এর আগে প্রথম দফায় ওমান এবং দ্বিতীয় দফায় রোমে আলোচনা অনুষ্ঠিত হয়।

বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনা নতুন উচ্চতায়। বিশেষ করে ইরান ওমানে এই আলোচনার মধ্যেই ইসরাইল-ইয়েমেন সংঘাত ও ইরানে বন্দর আব্বাসে বিস্ফোরণের মতো ঘটনার মুখোমুখি।

সম্ভাব্য ফলাফল

আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র হয়তো মানবিক ও আর্থিক খাতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। বিশেষ করে তেলের রপ্তানি ও ব্যাংকিং সেক্টরে।

২০১৫ সালের চুক্তির মতো বড় আকারের না হলেও দুই দেশের মধ্যে একটি সীমিত, ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য সমঝোতা হতে পারে।

এছাড়া যদি এই দফার আলোচনা আস্থাশীল হয়, তাহলে আরেকটি উচ্চ পর্যায়ের টেকনিক্যাল বৈঠকের পথ খুলে যেতে পারে।

সূত্র: মেহর নিউজ


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top