‘গভীর সমস্যায়’ ইরান, দাবি নেতানিয়াহুর
প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫ ১১:৪১
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৮:৩০

ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর ইরানি শাসনব্যবস্থা ‘গভীর সমস্যায়’ পড়েছে বলে দাবি করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া ঘণ্টাব্যাপী এক সাক্ষাৎকারে সাংবাদিক মার্ক লেভিনকে এ কথা বলেন নেতানিয়াহু।
গত সপ্তাহে ওয়াশিংটনে থাকাকালীন লেভিন এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন। এটি নেতানিয়াহুর মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া তিনটি সাক্ষাৎকারের মধ্যে একটি।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘তিনি ইরানের সঙ্গে একটি ‘ব্যতিক্রমী চুক্তি’ সমর্থন করবেন: প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি যেমন বলি, এমন কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমৃদ্ধকরণ নয়, যা কারো উপকূলে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক চুক্তির অধীনে অনুমোদিত ৩০০ মাইলের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয়, অর্থাৎ ৩০০ মাইল। এবং কোনো সন্ত্রাসী অক্ষ নয়।’
তিনি বলেন, ‘আমাকে এই তিনটি দিন - এটি যদি এতে সম্মত হয় তবে এটি হবে একটি ভিন্ন শাসনব্যবস্থা। যদি তা না হয়, তবে কেবল তাদের দূরে রাখুন এবং ইরানের অভ্যন্তরে পরিস্থিতি যেখানেই হোক না কেন তার মধ্যেই ঘুরপাক খেতে দিন।’
নেতানিয়াহু বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র আক্রমণ না করলে ‘ইরান এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত।’
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র একটি ‘ভিন্ন আমেরিকা’। এটি সেই আমেরিকা যা সমগ্র মুক্ত বিশ্ব দেখতে চায়।
ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদি কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হন, তবে তিনি হলেন প্রেসিডেন্ট ট্রাম্প।’
নেতানিয়াহু গত সপ্তাহে ট্রাম্পকে জানিয়েছে, তিনি তাকে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করেছেন এবং নোবেল কমিটিতে পাঠানো চিঠির একটি অনুলিপি তাকে দিয়েছেন।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: