সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মার্কিন পত্রিকার বিরুদ্ধে বিলিয়ন ডলারের মামলা ট্রাম্পের


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১০:১৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৪:৫২

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করেছেন।

মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাউদার্ন ডিস্ট্রিক্টের মায়ামি বিভাগে ফেডারেল আদালতে।

পত্রিকাটির একটি প্রতিবেদনের জেরে এ মামলাটি করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ট্রাম্প ২০০৩ সালে জেফ্রি এপস্টিনের ৫০তম জন্মদিন উপলক্ষে একটি বিতর্কিত চিঠি পাঠিয়েছিলেন।

১৮ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, প্রতিবেদন প্রেসিডেন্টের অত্যন্ত গুরুতর আর্থিক ও সুনাম ক্ষতি করেছেন এবং ট্রাম্প তার ক্ষতিপূরণ বাবদ বিলিয়ন ডলারের দাবি তুলেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, প্রতিবাদীরা ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের চরিত্র হননের উদ্দেশ্যে এই গল্প বানিয়ে তাকে মিথ্যা ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছেন।

প্রতিবেদনটি প্রকাশের আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প মামলা করার হুমকি দিয়েছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেদনটি প্রকাশের পর তিনি সেই হুমকির পুনরাবৃত্তি করেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সালের ওই চিঠিতে কয়েকটি লাইন রয়েছে যা এক নগ্ন নারীর অবয়ব দিয়ে ঘেরা। চিঠিটির শেষ লাইনে লেখা ছিল, শুভ জন্মদিন আর প্রত্যেক দিন যেন হয়, আরেকটি দারুণ গোপন আনন্দ। ট্রাম্প এই চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেছেন।

মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে দুই প্রতিবেদকের ওয়াল স্ট্রিট জার্নালের ডাউ জোন্স, নিউজ কর্প, রুপার্ট মারডক (নিউজ কর্পের নিয়ন্ত্রক) এবং প্রতিষ্ঠানটির সিইও রবার্ট থমসনের।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই মামলা শুধু আপনার প্রিয় প্রেসিডেন্ট, আমার পক্ষ থেকেই নয় বরং এটি সব আমেরিকানদের পক্ষ থেকেও, যারা আর ভুয়া সংবাদমাধ্যমের এই অপব্যবহার সহ্য করবেন না।

তিনি আরও লেখেন, আমি আশা করি রুপার্ট ও তার ‘বন্ধুরা’ এই মামলায় ঘণ্টার পর ঘণ্টা জেরা ও সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি থাকবেন।

ট্রাম্প এর আগেও অনেক পরিচিত সংবাদমাধ্যমের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

এই মাসের শুরুতে সিবিএস প্রেসিডেন্ট ট্রাম্পের দায়ের করা একটি মানহানি মামলা নিষ্পত্তি করেছে ১ দশমিক ৬ কোটি ডলারে। সেই মামলাটি ছিল গত শরৎকালে ৬০ মিনিটসে সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকারকে ঘিরে।

এছাড়া গত বছর এবিসি নিউজও ট্রাম্পের করা একটি মানহানির মামলা নিষ্পত্তি করে দেয় সেই মামলাটি ছিল এক উপস্থাপকের ভুলভাবে উপস্থাপিত মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে ট্রাম্পকে যৌন নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করেছিল একটি জুরি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top