রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ইসরায়েল বিরোধীদলীয় নেতা

গাজা যুদ্ধের পক্ষে এখন আর ইসরায়েলি জনসাধারণের সমর্থন নেই


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ১৩:১৩

আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৬:১৩

ছবি সংগৃহীত

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, গাজা যুদ্ধের পক্ষে এখন আর ইসরায়েলি জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই, তাই যুদ্ধ বন্ধ করার সময় এসে গেছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ইসরায়েলের প্রতিটি যুদ্ধে একটি মৌলিক শর্ত ছিল — সংখ্যাগরিষ্ঠতা। যদি জনগণের অধিকাংশই যুদ্ধের পক্ষে না থাকে, এর লক্ষ্যগুলোর ওপর আস্থা না রাখে, কিংবা নেতৃত্বের ওপর বিশ্বাস না রাখে, তবে সেই যুদ্ধ পরিচালনা করা যায় না।’

তিনি আরও বলেন, ‘এই তিনটির কোনোটিই এখন আর বর্তমান নেই। তাই সময় এসেছে যুদ্ধের ইতি টানার এবং জিম্মিদের ফিরিয়ে আনার।’

লাপিদের এ বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলি সমাজে গাজা যুদ্ধ নিয়ে রাজনৈতিক ও জনমত বিভাজন ক্রমশই বাড়ছে। গত মঙ্গলবার (২৯ জুলাই) তিনি বলেছেন, ‘ইসরায়েলকে গাজায় দুর্ভিক্ষ রোধ করতে হবে – একদিকে ইহুদি জনগণের মূল্যবোধের প্রতিফলন হিসেবে, অন্যদিকে হামাসের প্রপাগান্ডাকে সহায়তা না করার জন্য।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘যদি এই অবস্থার আমূল পরিবর্তন না ঘটে, ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে এবং এর মূল্য দিতে হবে ইসরায়েলি নাগরিকদের।’

লাপিদ আরও যোগ করেন, ‘বিদেশ ভ্রমণকারী প্রতিটি ইসরায়েলিকে এখন আশঙ্কা করতে হবে যে তারা আক্রমণের শিকার হবেন কি না।’

লাপিদের এই বক্তব্য ইসরায়েলি রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে, যেখানে সরকারপক্ষ জবাব দিয়েছে: ‘হামাসের জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত পূর্ণ অবরোধ জারি থাকবে।’ আন্তর্জাতিক সম্প্রদায় এখন চোখ রেখেছে ইসরায়েলি নীতির সম্ভাব্য পরিবর্তনের দিকে।

সূত্র: টাইমস অব ইসরায়েল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top