বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


জানালেন গবেষকরা

চ্যাটজিপিটি থেকে স্বাস্থ্য পরামর্শে সাবধান, আক্রান্ত হতে পারেন বিরল রোগে


প্রকাশিত:
১২ আগস্ট ২০২৫ ২২:১৬

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ০০:৪৯

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি থেকে স্বাস্থ্য পরামর্শ নেওয়ার ক্ষেত্রে সতর্কতা দিয়েছেন চিকিৎসাবিজ্ঞানী ও গবেষকরা। তারা বলেছেন, চ্যাটবট থেকে পরামর্শ নিলে যে কেউ বিরল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন। এমনকি তারা একজনকে খুঁজে পেয়েছেন, যিনি এই বট থেকে পরামর্শ নিয়ে নিজের শরীরে বাধিয়ে ফেলেছেন বিরল রোগ।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন জার্নাল ‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিনে’ জানানো হয়েছে, ৬০ বছর বয়সী এক ব্যক্তি চ্যাটজিপিটির দেওয়া পরামর্শে খাবার লবণ খাওয়া বাদ দেন। এরপর তার শরীরে বিরল ‘ব্রোমিজম’ বাসা বাধে।

ব্রোমিজম সম্পর্কে জার্নালটি বলেছে, এটি ২০ শতকে অনেক পরিচিত একটি রোগ ছিল। যেটির কারণে ১০ জনের মধ্যে একজনে মানসিক রোগ দেওয়ার তথ্য পাওয়া যায়।

৬০ বছর বয়সী ওই ব্যক্তি চিকিৎসকদের জানিয়েছেন, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণের বিরূপ প্রভাব সম্পর্কে জানার পর তিনি তার ডায়েট থেকে লবণ বাদ দিতে চ্যাটজিটির কাছে পরামর্শ চান। এরপর তাকে চ্যাটজিটিপি সোডিয়াম ব্রোমাইড খাওয়ার পরামর্শ দেয়।

সাদা ও উচ্চ গলনাঙ্ক এ পদার্থটি দেখতে অনেকটা আমাদের খাবার লবণের মতো। তিনি দীর্ঘ তিন মাস সোডিয়াম ব্রোমাইড খান। যদিও চ্যাটজিপিটি তাকে বলেছিল, বিশেষ ক্ষেত্রে লবণের বদলে সোডিয়াম ব্রোমাইড গ্রহণ করা যেতে পারে। বিশ শতকের শুরুর দিকে ঘুম বা শান্তিদায়ক হিসেবে ব্রোমাইডের ব্যবহার ছিল।

ওয়াশিংটনের সিয়েটল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ সম্পর্কে নিবন্ধটি তৈরি করেছেন। তারা বলেছেন, এ বিষয়টি দেখিয়েছে, কৃত্রিম বুদ্দিমত্তা কীভাবে প্রতিরোধযোগ্য স্বাস্থ্য পরিস্থিতি তৈরি করতে পারে।

তবে ওই ব্যক্তি চ্যাটজিপিটির সঙ্গে কি কি আলোচনা করেছিলেন সেটি দেখতে না পাওয়ায় তারা সরাসরি জানতে পারেননি চ্যাটজিপিটি তাকে ঠিক কি পরামর্শ দিতে দিয়েছিল।

যখন গবেষকরা চ্যাটজিপিটিকে সোডিয়াম ক্লোরাইডের বদলে কি ব্যবহার করা যায় এমন প্রশ্ন জিজ্ঞেস করেন, তখন তাদের চ্যাটজিপিটি ব্রোমাইডের কথা বলে। কিন্তু এটি ব্যবহারের কোনো সতর্কতা সে দেয়নি। সঙ্গে কেন এ তথ্য জানতে চাওয়া হয়েছে সে ব্যাপারেও চ্যাটজিপিটি পাল্টা কোনো প্রশ্ন করেনি।

সূত্র: দ্য গার্ডিয়ান


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top