চীনের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ১০ জনের প্রাণহানি
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৯:২০
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২১:২১

চীনের উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে দু’জন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিতে পূর্ব এশীয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি ও বন্যা দেখা দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ইনার মঙ্গোলিয়ার একটি নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সেখানকার বায়ান্নুর শহরের অন্তত ১৩ জন বাসিন্দা বন্যার পানিতে ভেসে গেছেন। ইনার মঙ্গোলিয়ার গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল হিসেবে মনে করা হয় ওই শহরটিকে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, আকস্মিক বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে ৭০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ শুরু করেছেন। সেখান থেকে ইতোমধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চীনে সাধারণত জুলাই মাস থেকে টানা চরম বৈরী আবহাওয়া শুরু হয়। মৌসুমী বায়ুর প্রভাবে দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চল স্বাভাবিকের তুলনায় ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী এই আবহাওয়া জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট বলে আবহাওয়াবিদরা মন্তব্য করেছেন। ওই অঞ্চলে দেখা দেওয়া আকস্মিক বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং শত শত কোটি ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে।
বায়ান্নুর চীনের গুরুত্বপূর্ণ জাতীয় শস্য ও তেল উৎপাদন কেন্দ্র। একইসঙ্গে ভেড়া প্রজনন ও প্রক্রিয়াজাতকরণেরও প্রধান কেন্দ্র হিসেবে শহরটির পরিচিতি রয়েছে।
অন্যদিকে, দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে সাড়ে তিন মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা শনিবার শেষ হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে কৃষি বিষয়ক কর্মকর্তারা মাছ ধরার নৌকাগুলোকে বন্দরে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন।
এছাড়া চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শুক্রবার একটি উৎসবে অবকাঠামো ভেঙে পড়ে দু’জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন।
এর আগে, গত মাসের শেষের দিকে দেশটির রাজধানী বেইজিংয়ে ভয়াবহ বর্ষণে অন্তত ৪৪ জন নিহত হন। বেইজিংয়ে আকস্মিক ওই বন্যায় ৭০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য দেশটির কেন্দ্রীয় সরকার গত সপ্তাহে ৪৩০ মিলিয়ন ইউয়ানের (৫৯.৯ মিলিয়ন ডলার) নতুন ত্রাণ তহবিলের ঘোষণা করেছে। এপ্রিলে বরাদ্দ শুরু হওয়ার পর থেকে বর্তমানে এই তহবিল বেড়ে ৫ দশমিক ৮ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: