বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বাই

বিদ্যুৎ বিভ্রাটে ৪০০ যাত্রী নিয়ে আটকা ট্রেন, কামরায় দমবন্ধ অবস্থা


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ০৯:১৩

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১১:২০

ছবি ‍সংগৃহিত

প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের মুম্বাই। এর মধ্যেই সেখানে বিভ্রাটে পড়েছে মনোরেল। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রায় দুই ঘণ্টা এক জায়গায় আটকে থাকে ট্রেন। তখন ওই ট্রেনে অন্তত ৪০০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ভারতের এই মনোরেল পরিষেবা চলে মাটির অনেক ওপর দিয়ে। মাঝপথে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল যান্ত্রিক সিঁড়ি ব্যবহার করে তাদের উদ্ধারে কাজ শুরু করে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস তখন যাত্রীদের আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হবেন না। সবাইকে নিরাপদে উদ্ধার করা হবে।

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানান, হারবার লাইন ট্রেন পরিষেবা প্রবল বর্ষণে বন্ধ থাকায় বহু যাত্রী মনোরেলে চড়েন। অতিরিক্ত যাত্রীর কারণে মনোরেল একদিকে কিছুটা হেলে পড়ে। তার ওপর বিদ্যুৎ বিভ্রাটের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সন্ধ্যা সোয়া ৬টা নাগাদ মনোরেল আটকে পড়ে চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মধ্যবর্তী এলাকায়।

আতঙ্কিত যাত্রীরা কেউ কেউ জানলা ভেঙে বাইরে বের হয়ে আসার চেষ্টা করেন বলে জানা যায়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ হয়ে যায়। অনেকেই অসুস্থ বোধ করতে থাকেন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ক্রেন ও ল্যাডারের সাহায্যে যাত্রীদের নিচে নামিয়ে আনা হয়।

উদ্ধার হওয়ার পর এক যাত্রী জানান, ট্রেন থেমে যাওয়ার পর কামরার ভেতরে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়। অনেকেরই শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। কয়েকজন যাত্রী কামরার ভেতরে অজ্ঞানও হয়ে যান।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top