শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


নৌ মহড়ায় লক্ষ্যবস্তু ধ্বংসে সফল ইরানি ক্ষেপণাস্ত্র


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১২:০৫

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৫:০৩

ছবি ‍সংগৃহিত

ইরানের নৌবাহিনী সফলভাবে সর্বশেষ সামরিক মহড়া ‘ইকতেদার ১৪০৪’ সম্পন্ন করেছে। দুই দিনব্যাপী এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।

গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে এই মহড়া অনুষ্ঠিত হয়। খবর মেহের নিউজের।

মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার ‘জেনেভেহ’ ও ডেস্ট্রয়ার ‘সাবালান’ থেকে একযোগে ‘নাসির’, ‘গাদির’ ও ‘কাদের’ নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এসব ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ ও জাহাজের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে

‘কাদের’ একটি মাঝারি পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা সমুদ্র বা উপকূল থেকে নিক্ষেপ করা যায়। এটি উচ্চ ধ্বংসক্ষমতা ও নির্ভুল নিশানার জন্য পরিচিত।

অন্যদিকে, ‘গাদির’ হলো একটি দীর্ঘ পাল্লার, রাডার-এড়িয়ে চলতে সক্ষম জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা শত্রুপক্ষের জাহাজে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

এই মহড়ায় ব্যবহার করা হয়েছে ভূপৃষ্ঠের জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় ও সমুদ্র-ভিত্তিক ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটও। এই মহড়াটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও নৌবাহিনীর আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top