শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


মাদকাসক্তদের ধরে ধরে পুনর্বাসন কেন্দ্রে নিচ্ছে তালেবানরা


প্রকাশিত:
৮ অক্টোবর ২০২১ ২১:০৩

আপডেট:
৯ অক্টোবর ২০২১ ১৮:৩৮

ছবি সংগৃহীত

আফগানিস্তানের তালেবান সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্তদের আটক করা হচ্ছে। তারপর পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে তাদের। সেখানে ধাপে ধাপে চলে মাদকাসক্তদের চিকিৎসা।

এদিকে তালেবান সরকার ক্ষমতায় আসার পর পরই আফগানিস্তানে মাদকসেবীদের আখড়া হিসেবে পরিচিত প্রায় প্রতিটি স্থানেই নিয়মিত অভিযান চলছে। আটক করা হচ্ছে মাদকাসক্তদের।

এ ব্যাপারে তালেবান কমান্ডার মৌলভী ফজলুল্লাহ বলেন, "যখনই কোনো মাদকাসক্তকে পাই, তখনই তাকে পুনর্বাসন কেন্দ্রে নেয়া হয়। তারপর তার চিকিৎসা চলে। আমাদের লক্ষ্য মাদকমুক্ত আফগানিস্তান গড়া।"

এদিকে মোহাম্মদ হানিফ নামে আফগানিস্তানের এক চিকিৎসক বলেন, "প্রথম ধাপে প্রতিটি রোগীকে ডি-টক্সিকেশনের জন্য রাখা হয় ১৫ দিন। এরপর তাদের সেখান থেকে জেনারেল ওয়ার্ডে রাখা হয় ৪৫ দিন। তৃতীয় ধাপে এসব রোগীকে মনোরোগের চিকিৎসা দেয়া হয়।"

তবে আফগানিস্তানের এক মাদকসেবী জানান, "তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আমরা কোথাও বসতে পারি না। আমাদের দেখলেই ধরে নিয়ে যায়। অনেক সময় খুবই পেটায় আমাদেরকে। মনে হয় আমরা মানুষ না পশু।"



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top