শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


লাওসে রেকর্ড পরিমাণ অবৈধ আইস আটক


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২১ ০০:৪৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:২১

ছবি-সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের পুলিশ এশিয়ার সবচেয়ে বড় একক অবৈধ মাদকদ্রব্যের চালান আটক করেছে। খবর- আলজাজিরা।

জাতিসংঘ অফিসের মাদক ও অপরাধ বিভাগের আঞ্চলিক প্রতিনিধি জেরেমি ডগলাস বৃহস্পতিবার জানান, বুধবার সন্ধ্যায় একটি বিয়ার ট্রাকের পেছনে ৫ কোটি ৫৬ লাখ মেথামফেটামাইন ট্যাবলেট, যা সাধারণত মেথ নামে পরিচিত এবং দেড় টন ক্রিস্টাল মেথ পাওয়া গেছে। এটি এই অঞ্চলে একক এতো বড় চালান জব্দ করার রেকর্ড।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়- ডগলাস এএফপি নিউজ এজেন্সিকে বলেন, "গত বছর লাওসে সবমিলিয়ে যতো মেথ ট্যাবলেট আটক করা হয়েছে এগুলো তার তিনগুণ এবং ক্রিস্টাল মেথের এক তৃতীয়াংশের কাছাকাছি।"



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top