জাপানে ট্রেনে ছুরি হামলায় আহত ১৭
প্রকাশিত:
১ নভেম্বর ২০২১ ২৩:২৭
আপডেট:
২ নভেম্বর ২০২১ ০০:২২

জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ছুরি হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টোকিওর কেইও লাইনে চলাচলকারী একটি ট্রেনের এক বগিতে ওই হামলাকারী তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বগিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর তিনি যাত্রীদের ওপর ছুরি হাতে হামলা চালান।
এ ঘটনার সময় সন্দেহভাজন হামলাকারী হ্যালোইন উৎসবের মুখোশ পরা ছিলেন। তার বয়স ২৪ বছর। তবে তার নাম–পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে হামলার কারণ জানাতে পারেনি পুলিশ।
আপনার মূল্যবান মতামত দিন: