সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত ৯১
প্রকাশিত:
৭ নভেম্বর ২০২১ ০৩:১৩
আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ২৩:১১

সিয়েরা লিয়নে তেলবাহী ট্যাংকারের সঙ্গে আরেকটি যানে সংঘর্ষে বড় আকারের বিস্ফোরণের ঘটনায় অন্তত ৯১ জন নিহত ও অর্ধশত আহত হয়েছে। খবর- বিবিসি।
বিবিসি জানিয়েছে, গ্রিনিচ মান স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় ওয়েলিংটন এলাকার চোইথরাম সুপারমার্কেটের বাইরে ৪০ ফুট দীর্ঘ ট্যাংকারটির সঙ্গে বিপরীতমুখী আরেকটি যানের সংঘর্ষ হয়। ট্যাংকারটির চারপাশে পুড়ে যাওয়া মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।
মেয়র ইয়োভোনি আকি-সয়ার এই দৃশ্যকে ‘ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্টভাবে জানা যায়নি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘গুজব উঠছে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে’। তবে এখনও সরকারিভাবে নিহতের মোট সংখ্যা জানা যায়নি।
সরকার পরিচালিত মর্গের ব্যবস্থাপক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তারা এ পর্যন্ত ৯১টি মৃতদেহ পেয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: