শ্রীলঙ্কায় ভারি বৃষ্টি ও ভূমি ধসে ১৬ জনের মৃত্যু
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২১ ০২:২৭
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৫:৫৯

শ্রীলঙ্কায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ভারি বৃষ্টি ও ভূমি ধসের ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর: আরব নিউজ, এনডিটিভি।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, বন্যায়-ভূমিধসে ৫ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এসব বাস্তুচ্যুত মানুষ তাদের আত্মীয়দের বাড়িতে ও সরকার পরিচালিত ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ও বজ্রপাতে। এখনো অন্তত একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। অক্টোবর ও নভেম্বর মাস সাধারণত শ্রীলঙ্কায় বর্ষাকাল। তবে চলতি বছর দেশটির অধিকাংশ স্থানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
এদিকে ভারতের তামিলনাড়ু রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১০ নভেম্বর) ও বৃহস্পতিবার (১১ নভেম্বর) তামিল নাড়ুর চেন্নাইসহ ২০ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: