বাইডেন প্রশাসনের বিরুদ্ধে রিপাবলিকানদের মামলা
প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ২১:০৩
আপডেট:
১২ নভেম্বর ২০২১ ২২:৩১

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন রিপাবলিকান শাসিত ১০ রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা।
এক বিবৃতিতে কানসাসের অ্যাটর্নি জেনারেল ডেরেক শমিডট বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের ওপর করোনাভাইরাসের টিকা বাধ্যবাধকতার কারণে সমস্যা আরও গভীর হবে। অনেক স্থানে, বিশেষ করে জটিলতা তৈরি হবে প্রত্যন্ত জনপদে। খবর- দ্যা ডন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন-আগামী ৪ জানুয়ারি থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: