শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ
প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৪ ১৪:৫২
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৪০

জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেওয়ায় ৩২ সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে এ অভিযোগ দাখিল করা হয়।
আইনজীবী এমএইচ গাজী তামিম এ অভিযোগ দাখিল করেন। পরে তিনি বলেন, ১টি অভিযোগ দাখিল হয়েছে। সেখানে ২০ জন মন্ত্রী এমপি, পুলিশ ও ৩২ জন সাংবাদিক ও সুশীলকে আসামি করা হয়েছে।
যারা ৩ তারিখ শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উসকানি দিয়েছেন এবং টক শো করে গণহত্যার বৈধতা দিয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: