শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন নতুন মামলায় গ্রেপ্তার


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৫ ১৪:৪৩

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৫:২৫

ছবি সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণিতে সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক আইজি (ইন্সপেক্টর জেনারেল) আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুঁইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা আতিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। কিন্তু ওই দিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুইজনকে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর পর মামুন চৌধুরীর বিষয়ে শুনানির আজ দিন ধার্য করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, সাব্বির রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র সরণিতে রাস্তার উপর ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন সাব্বির। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায়। এ সময় সাব্বির হোসেনের গলায় গুলি লাগে। পরে সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top