বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


প্রদর্শনী

বাজরিগার পাখির মেলা ঢাকায়


প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ০৯:৫৪

ছবি-সংগৃহীত

অনেকেই পাখি পোষেন। পোষা পাখির মধ্যে জনপ্রিয় নাম বাজরিগার। অনিন্দ্য সুন্দর এই পাখি নিয়ে ঢাকায় মেলার আয়োজন করেছে বাজরিগার সোসাইটি অব বাংলাদেশ।

৮ ডিসেম্বর শুক্রবার মোহাম্মদপুর কলেজ রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর চিলড্রেন্স পার্কে দিনব্যাপী বাজরিগার পাখির মেলা বসবে। এ নিয়ে দশমবারের মতো এই পাখির মেলার আয়োজন করেছে সংগঠনটি। মেলায় বিভিন্ন ধরনের বাজরিগার পাখি প্রদর্শন করা হবে। এছাড়াও এই পোষা পাখি নিয়ে প্রতিযোগিতাও হবে।

এ দিন সকালে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান।

বাজরিগার সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক সুলতান বাবু জানান, দেশের শিশু-কিশোর ও তরুণদের বন্যপ্রাণি পালনকে নিরুৎসাহিত করার পাশিাপাশি বন ও বন্যপ্রাণিকে রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।

বাজরিগার পাখির এই মেলা সবার জন্য উন্মুক্ত। পাখি দেখতে কোনো পয়সা খরচ করতে হবে না।


সম্পর্কিত বিষয়:

সোসাইটি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top