শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


চা শ্রমিকদের ঘর করে দেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:০৪

 ছবি : সংগৃহীত

সিলেটসহ সারা দেশের চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে চা বাগান গুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে আলাদা অনুষ্ঠানের।

চা শ্রমিকদের ঘর করে দেওয়ার আশ্বাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। শনিবার (৩সেপ্টেম্বর) বিকালে ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময়কালে তাদের এ আশ্বাস দেন সরকারপ্রধান।

বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করতে সিলেটের লাক্কাতুড়া বাগানের গলফ মাঠে উপস্থিত হয়েছেন জেলার ২৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক। এছাড়াও রয়েছেন চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতা, ভ্যালী নেতা ও চা বাগানের সব পঞ্চায়েতরা।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ কর্মবিরতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে গত ২৮ আগস্ট ধর্মঘট ভেঙে কাজে যোগ দেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রী তাদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন।


সম্পর্কিত বিষয়:

সিলেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top