মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


১৩ ফায়ারফাইটারকে ‘অগ্নি বীর’ খেতাবে ভূষিত স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশিত:
১৭ অক্টোবর ২০২২ ০৪:৫২

আপডেট:
৬ মে ২০২৫ ১৭:৫৩

ছবি সংগৃহীত

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় নিহত ১৩ ফায়ারফাইটারকে ‘অগ্নি বীর’ খেতাবে ভূষিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে বিশ্বের সর্বাধিক উচ্চতার লেডার সংবলিত অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ খেতাব দেন।

টার্ন টেবল লেডার (টিটিএল) নামের গাড়িটি দিয়ে ৬৮ মিটার উচ্চতা অর্থাৎ ২৪ তলা ভবনে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজ করা যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন ও সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

স্বরাষ্ট্র মন্ত্রীকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফুলেল স্বাগত জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি, প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সীতাকুণ্ডে অগ্নিদুর্ঘটনায় মৃত্যুবরণকারী ১৩ ফায়ারফাইটারের আত্মার মাগফিরাত কামনা করা হয়।


সম্পর্কিত বিষয়:

অগ্নিদুর্ঘটনা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top