মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আমরা সততায় বিশ্বাসী : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


প্রকাশিত:
৯ নভেম্বর ২০২২ ০৭:২২

আপডেট:
৬ মে ২০২৫ ২২:৪৫

ছবি সংগৃহিত

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমরা সততায় বিশ্বাসী। আমরা স্বচ্ছভাবে কাজ করছি। যেকোনো সময়ের চেয়ে আমাদের পারফরমেন্স অনেক ভালো। আমরা প্রশাসনকে সবসময় মোটিভেট করছি, অরিয়েন্টেশন করছি ।

আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে সচিবালয় বিটে কাজ করা সাংবাদিকদের সংগঠন ‌‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)’ এর সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ‘রোল অব মিডিয়া ইন গুড গভর্নেন্স’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক ও একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু।

প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোমিনুর রশিদ আমিন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম, ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এডিসি নাজমুল ইসলাম প্রশিক্ষণ পরিচালনায় অংশ নেন।

প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। করোনা যুদ্ধে আমাদের মাঠ প্রশাসনও কিন্তু কাজ করে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতা রেখেই আমরা কাজগুলো করে যাচ্ছি।

প্রশিক্ষণ একাডেমিগুলো অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আমাদের বাজেটের আকার বাড়ছে, কাজের পরিধি বাড়ছে। নতুন নতুন প্রকল্প, নতুন নতুন টেকনোলজির পরিবর্তন এবং চাহিদাসহ সবকিছু মিলিয়ে আমরা নতুন বিষয়গুলোতে যথেষ্ট প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় সাংবাদিকতায় অনেক পরিবর্তন হচ্ছে। বর্তমান সরকার সাংবাদিকতার একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। একটি ক্ষেত্র তৈরির সুযোগ করে দিয়েছে।

ফরহাদ হোসেন বলেন, এখন সাংবাদিকতায় মেধাবীদের কাজ করার সুযোগ আছে। যেকোনো কাজ করতে গিয়ে সেখানে প্রতিযোগিতা থাকে, আর যত বেশি প্রতিযোগিতা থাকবে তত বেশি মানসম্মত কাজের উন্নয়ন ঘটবে।


সম্পর্কিত বিষয়:

সততা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top