বুধবার, ৭ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

বিজয়ীরা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন : নসরুল হামিদ


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২২ ০৫:৫৭

আপডেট:
৭ মে ২০২৫ ০১:০৮

ছবি সংগৃহিত

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ষষ্ঠবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ীদের শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এর মধ্যদিয়ে অনেকেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন।

আজ শনিবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন। এবারের অ্যাওয়ার্ড আয়োজনে ১০ জন পুরস্কার পেয়েছেন।

নসরুল হামিদ তার স্বাগত বক্তব্যে বলেন, আজকে যারা এই আয়োজনে মনোনীত হয়েছেন, তারা অনেক দূর-দুরান্ত থেকে এসেছেন। তারা শহরের মতো এত সুযোগ-সুবিধা পান না। কিন্তু তারা নিজেদের প্রচেষ্টায় এত দুর্দান্ত কাজ করেছে, আমরা যারা শহরে বাস করি, তারা তাদের কাজ দেখলে শিহরিত হই। সত্যি একটা অদ্ভুত সাহস তাদের মধ্যে কাজ করেছে।

তিনি বলেন, ‘পদক বিজয়ীদের শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে অনেকেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মধ্যে দিয়ে অনেকেই বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। এটি সম্ভব হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনা– ‘আমরা বাংলাদেশের সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই’। এখানে ধর্মের কোনো ভেদাভেদ থাকবে না। আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং সারাবিশ্বের কাছে একটি উন্নত বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন। আমরা সবাই এই প্ল্যাটফর্মে হাজারো তরুণ-তরুণীকে সহযোগিতা করছি। আমাদের যে স্বপ্ন— ২০৪১ সালের মধ্যে উন্নত সোনার বাংলাদেশ গড়বো একসঙ্গে।’


সম্পর্কিত বিষয়:

ইয়ুথ অ্যাওয়ার্ড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top