বুধবার, ৭ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


‘হ্যালো এসবি অ্যাপ’ জনগণের সেবাপ্রাপ্তি সহজ করবে : আইজিপি


প্রকাশিত:
১৭ নভেম্বর ২০২২ ০৭:৩০

আপডেট:
৭ মে ২০২৫ ০১:০৯

ছবি সংগৃহিত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জনগণের সেবাপ্রাপ্তি সহজ করতে ‘হ্যালো এসবি অ্যাপ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এটি একটি চমৎকার উদ্যোগ। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হ্যালো এসবি অ্যাপ একটি অনন্য সংযোজন।

বুধবার (১৬ নভেম্বর) স্পেশাল ব্রাঞ্চ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে হ্যালো এসবি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো.মনিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। এর আগে আইজিপি স্পেশাল ব্রাঞ্চের মাল্টিপারপাস হলে এসবি সদস্যদের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এসবি সদস্যদের উদ্দেশে আইজিপি বলেন, এসবি সবচেয়ে পুরনো ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, রাজনৈতিক, আইন-শৃঙ্খলা, প্রাকৃতিক দুর্যোগ ও ধর্মীয় উৎসব পালনসহ যেকোনো ইস্যুতে আগাম গোয়েন্দা তথ্য দিয়ে এসবি সরকারকে সহযোগিতা করে থাকে। রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা ও দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এসবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, এসবি অনেক ভালো কাজ করছে, এজন্য আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। দেশের জন্য আরও ভালো কাজ করতে হবে, আইন-শৃঙ্খলা রক্ষায় আরও বেশি তৎপর হতে হবে। প্রযুক্তির উৎকর্ষ সাধন ও বিকাশের সঙ্গে সঙ্গে গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে বর্তমানে ডিজিটাল সোর্সের ব্যবহার বাড়ছে। এক্ষেত্রে অন্যান্য সোর্স ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন আইজিপি।

আইজিপি এসবির অফিসার ও ফোর্সের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। তিনি এসবির সুসজ্জিত আধুনিক লাইব্রেরি উদ্বোধন ও অপারেশনস কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

আইজিপি এসবির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে একটি তথ্যবহুল ভিডিওচিত্র উপভোগ করেন। তিনি এসবির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মো.মনিরুল ইসলাম বলেন, নবীন ও প্রবীণ কর্মকর্তাদের সমন্বয়ে এসবি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অনেক সফল কাজের পাশাপাশি এসবির রেকর্ড অ্যান্ড আর্কাইভস শাখায় অনেক গুরুত্বপূর্ণ দলিল রয়েছে। যার ওপর ভিত্তি করে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দি নেশন, বাংলাদেশ’, ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’, ‘কারাগারের রোজনামচা’ ইত্যাদি সংকলন তৈরি হয়েছে।

এসময় সিআইডির অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া, এসবির ডিআইজি (প্রশাসন) মো. হুমায়ুন কবির বক্তব্য রাখেন। এসবির বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:

হ্যালো এসবি অ্যাপ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top