বুধবার, ৭ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জননিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত বাংলাদেশ-সাইপ্রাস


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২২ ০১:৫৩

আপডেট:
৭ মে ২০২৫ ০৬:২০

ছবি সংগৃহিত

দিল্লির তাজ প্যালেসে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোস নওরিস

জননিরাপত্তা নিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও সাইপ্রাস।

শনিবার (১৯ নভেম্বর) ভারতের দিল্লির তাজ প্যালেসে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোস নওরিস এ সম্মতি জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে জননিরাপত্তা সম্পর্কিত পারস্পরিক সহযোগিতা বাড়াতে উভয়পক্ষ সম্মত হয়।

এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে সাইপ্রাসের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাইপ্রাস সফরের আমন্ত্রণ জানান। এ সময় উভয় নেতা দুই দেশের সুবিধাজনক সময়ে প্রস্তাবিত সফরের সম্মতি জানান।

ভারতের দিল্লিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (১৮-১৯ নভেম্বর) তৃতীয় নো মানি ফর টেরর মিনিস্ট্রিয়াল কনফারেন্সে (এমএমএফটি) অংশ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সৌজন্য সাক্ষাতের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান, মিনিস্টার (কনস্যুলার) সেলিম জাহাঙ্গীর, সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাত্তা বিভাগের পরিচালক প্রমুখ।


সম্পর্কিত বিষয়:

সম্মত

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top