সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ষড়যন্ত্রকে নস্যাৎ করার উদাহরণ আমাদের আছে : ঢাবি উপাচার্য


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২২ ২১:৫৩

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৬:১৭

ছবি সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ষড়যন্ত্র সবসময় ছিল, থাকবে। কিন্তু ষড়যন্ত্রকে নস্যাৎ করার উদাহরণ আমাদের আছে। অপশক্তিদের বিভিন্ন ধরনের অপপ্রয়াস থাকে। ইতিহাসের চেতনা দিয়ে সেগুলো মোকাবিলা করাই আমাদের গুরুত্বপূর্ণ কাজ।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ঢাবি উপাচার্য বলেন, যতদিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুসৃত নীতি, আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশ চলবে, ততদিন দেশ বিশ্ব দরবারে উদাহরণ হিসেবে থাকবে।

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যুদ্ধাপরাধীদের বিচার একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করি এই প্রক্রিয়া চলমান থাকবে। কারণ যেকোনো সমাজে আইনের শাসনের জন্য এ বিষয়টি গুরুত্বপূর্ণ।


সম্পর্কিত বিষয়:

ষড়যন্ত্র

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top