মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিএনপিও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে গেছে : শেখ সেলিম


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০১

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:৪৯

 ফাইল ছবি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি বলেছিল যে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। অথচ তাদের প্রিয় পাকিস্তান এখন দেউলিয়া হয়ে গেছে। এখন বিএনপিও রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। কিন্তু তাদেরকে সাহায্য করার জন্য কেউ আসবে না। নির্বাচনে গেলে জামানতও থাকবে না তাদের।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় টিটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, তত্ত্বাধায়ক সরকার আর কোনোদিন হবে না। এটা সংবিধানবিরোধী। যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ অন্যান্য দেশের মতোই এ দেশে নির্বাচন হবে। যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো কাজ হবে না।

তিনি আরও বলেন, খালেদা জিয়া এতিমের সম্পদ মেরে খেয়েছেন। তারেক রহমান তার বাবার চেয়েও খারাপ। তিনি কোনোদিনই ভালো হবেন না। তিনি আর দেশে আসবেন না। কারণ দেশে আসলে তাকে জেলে যেতে হবে। সেটা তারেক রহমান জানেন। কিন্তু লন্ডনে বসে ষড়যন্ত্র করতে পারেন। খালেদা জিয়া কোনোদিন নির্বাচন করতে পারবেন না। তারেকও কোনোদিন নির্বাচন করতে পারবেন না। সাজাপ্রাপ্ত আসামি নির্বাচন করতে পারে না।

বিএনপি বলছে তত্ত্বাবধায়ক ছাড়া তারা নির্বাচনে আসবেন না। কীভাবে আসবেন? দলটিকে নির্বাচনে আসতে দেবেন না খালেদা জিয়া ও তারেক রহমান। কারণ বিএনপি নির্বাচনে আসলে ২০ থেকে ২৫টা আসন পাবে। তখন দণ্ডিত খালেদা ও তারেকের বাইরে অন্য কাউকে সংসদীয় দলের নেতা করতে হবে বিএনপির। কিন্তু সেই বিকল্প নেতা চায় না বলেই বিএনপিকে নির্বাচনে আসতে দেবেন না তারা।

তিনি আরও বলেন, বিএনপি শুধু লাফায়। এই তারেক আসছেন, খালেদা আসছেন, শেখ হসিনাকে ক্ষমতাচ্যূত করে দেবে... এই সব! ১০ জানুয়ারি বিএনপির উদ্দেশ্য ছিল খারাপ। তারা অগ্নিসন্ত্রাস ও লুটপাটের চেষ্টা করেছিল। কিন্তু পুলিশ পাল্টা ব্যবস্থা নেওয়ায় তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। তারা বিএনপি কার্যালয়ের সামনেই সভা করবে বলেছিলেন। কিন্তু করেননি। পরে গরুর হাটে সভা করেছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top