বিশ্ব সাঁতারের সভাপতি আসছেন বাংলাদেশে
প্রকাশিত:
১ মার্চ ২০২৩ ২২:১৭
আপডেট:
১৩ মে ২০২৫ ১০:৫৯

বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা সাঁতার। ফিফা সভাপতির পর বিশ্ব ক্রীড়াঙ্গনে অত্যন্ত সমাদৃত বিশ্ব সাতার এসোসিয়েশনের সভাপতির পদ। আগে এই সংস্থার নাম ফিনা থাকলেও সম্প্রতি বদল হয়েছে ওয়াল্ড অ্যাকুস্টিক নামে। সেই ওয়াল্ড অ্যাকুস্টিকের সভাপতি হুসেইন আল মুসাল্লেম আসছেন বাংলাদেশে।
আগামীকাল এক দিনের সফরে বাংলাদেশে আসবেন মুসাল্লেম। পরশু দিন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ত্যাগ করবেন৷ ২৪ ঘন্টার একটু বেশি সময়ের সফরে বিশ্ব সাঁতারের সর্বোচ্চ পদধারী ব্যক্তি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি, মহাসচিব, বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতির সঙ্গে পৃথক বৈঠক করবেন। বাংলাদেশের সুইমিংয়ের মুল ভেন্যু মিরপুরে সুইমিংপুলে শেখ কামাল ২য় যুব বাংলাদেশ গেমসের সাঁতার ডিসিপ্লিন দেখবেন।
কুয়েতের নাগরিক মুসাল্লেম দীর্ঘদিন অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন৷ তাঁর নিজ দেশ কুয়েত অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিবের পদও রয়েছেন। এ সব ছাপিয়ে তাঁর মূল পরিচয় এখন বিশ্ব সাঁতার সংস্থার সভাপতি।
বাংলাদেশে কখনো বিশ্ব সাঁতার সংস্থার সভাপতি আসেননি। তাই বাংলাদেশ সাঁতার ফেডারেশন মুসাল্লেমকে বরণ করে নিতে ব্যস্ত সময় কাটাচ্ছে, 'বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ভাইয়ের সাথে বেশ সৌহার্দপূর্ণ সম্পর্ক মুসাল্লেমের। মূলত সেই সম্পর্কের মাধ্যমেই এক দিনের ব্যক্তিগত সফরে আসছেন তিনি। বাংলাদেশের সাতারের অর্জন ও কৃতি সাঁতারুদের তাঁর সামনে উপস্থাপন করা হবে। এজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি' বলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ৷
বিশ্ব সাঁতার ফেডারেশনের সভাপতি মুসাল্লেমের সঙ্গে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সভাপতি বিনোদ কুমারও আসবেন। ভারতীয় নাগরিক বিনোদও অলিম্পিক কাউন্সিল অফ এশিয়াতে রয়েছেন। চলতি বছর চীনে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে৷ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সঙ্গে এশিয়ান গেমস নিয়েও আলোচনা করবেন তারা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: