মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসতে পারেন চিকিৎসক নেতারা


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ১৬:২৯

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:৩৯

ছবি সংগৃহিত

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের সঙ্গে বৈঠকের পর তার আহ্বানে সাড়া দিয়ে কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত করেছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

সার্বিক পরিস্থিতি নিয়েন আজ রোববার রাতে ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএমএ নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি।

খুলনা সিটি মেয়র গতকাল শনিবার বিএমএ কার্যালয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত রাখার আহ্বান জানান। পরে দুপুরে বিএমএ নেতারা বৈঠক করে সেই আহ্বানে ঐক্যমত পোষণ করেন।

চিকিৎসকরা জানান, গত ২৫ ফেব্রুয়ারি খুলনা নগরীর একটি ক্লিনিকে ডা. নিশাত আবদুল্লাহকে মারধর করেন পুলিশের এএসআই নাঈম। এ ঘটনায় তাকে গ্রেপ্তারের দাবিতে গত ১ থেকে ৪ মার্চ কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। ৪ মার্চ মেয়রের আশ্বাসে তারা এক সপ্তাহের জন্য কর্মবিরতি স্থগিত করেছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top