ডেমরায় ‘নকল’ সয়াবিন তেলের কারখানা বন্ধ করে দিলো ভোক্তা অধিদফতর
প্রকাশিত:
২ এপ্রিল ২০২৩ ২২:২৯
আপডেট:
১৩ মে ২০২৫ ২২:২৮

রাজধানীর ডেমরা থানা এলাকায় একটি ভোজ্যতেলের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (২ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির সত্যতা পান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
এ সময় কোনও কাগজপত্র দেখাতে পারেনি কারখানা সংশ্লিষ্টরা। এজন্য কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান এবং সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে সহায়তা করে ডেমরা থানা পুলিশের একটি দল। অভিযানে দেখা যায়, চার ধরনের ব্র্যান্ডের নামে চার ধরনের বোতলে সয়াবিন এবং পাম ওয়েল বাজারজাত করা হয় এখান থেকে।
কোনও পণ্যের জন্য বিএসটিআই লাইসেন্স নেই। তরু ও চেরী নামে পাম ওয়েল এবং দৃষ্টি ও ত্বীন নামে সয়াবিন তেল বোতলজাত করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হচ্ছিল এই কারখানা থেকে। যেসব মান এবং দিকনির্দেশনা মেনে একটি তেলের কারখানা করার কথা তার কিছুই সেখানে পাননি কর্মকর্তারা। এমনকি মালিককে কাগজপত্র নিয়ে কারখানায় আসতে বলা হলেও তিনি আসেননি।
মো. আব্দুল জব্বার মণ্ডল জানান, সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে কারখানাটি। এছাড়া মালিককে কাগজপত্র নিয়ে আমাদের অফিসে হাজির হতে বলা হয়েছে। না হলে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দিয়ে আইনগত ব্যবস্থা নেবো।
এ সময় কারখানার কর্মচারীরা জানান, রাতের বেলা তারা এখানে তেল বোতলজাত করার কাজ করেন। কারখানা বৈধ না অবৈধ এ সম্পর্কে তাদের কোনও ধারণা নেই। সিলেট, শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন বাজারে এই তেল বাজারজাত করা হয় বলে জানান তারা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: