শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


টিকল না চুন্নুর বিরুদ্ধে আপিল, বৈধই রইল প্রার্থিতা


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৪:০৫

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু । ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে প্রার্থী হওয়া জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে করা আপিল নামঞ্জুর করে রায় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থিতা বৈধই রয়ে গেল।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দেন।

এর আগে, গত ৮ ডিসেম্বর কিশোরগঞ্জ-৩ আসনে চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান।

চুন্নুর বিরুদ্ধে আপিলকারী নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।

শুক্রবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন তিনি। মুজিবুল হক চুন্নু এ আসনের বর্তমান সংসদ সদস্য। অবশ্য আপিলকারী নিজেও প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এর আগে মনোনয়নপত্র জমা শেষে বাছাইয়ে এ আসনে জাতীয় পার্টির মহাসচিবের মনোনয়নপত্র বৈধ ও নাসিরুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির কাগজ দেখাতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে নাসিরুল ইসলাম খান জানিয়েছিলেন, রূপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে পাঁচ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মজিবুল হক দীর্ঘদিন খেলাপি আছেন। অতএব সে কিভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারে। তার মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন চুন্নু, যার জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া দরকার।


সম্পর্কিত বিষয়:

জাতীয় পার্টি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top