রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বাতিল হওয়া আলোচিত রেলওয়ের নিয়োগ পরীক্ষা মার্চের প্রথম সপ্তাহে


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১০:৫৬

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ১৪:৩৭

ছবি সংগৃহিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া আলোচিত বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আয়োজন করা হতে পারে। ইতোমধ্যে প্রশ্নপত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে রেলওয়ে নিয়োগের এমসিকিউ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এজন্য সংশ্লিষ্টরা কাজ করছেন।

এর আগে পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় গত ২ ডিসেম্বর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পিএসসি। ওইদিন এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ৫ জুলাই ২০২৪ অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো।

গত ৫ জুলাই রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার পর ৭ জুলাই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়।

এরপর থেকে পিএসসির অধীন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ গত ২৭ নভেম্বর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top