রবিবার, ২৭শে এপ্রিল ২০২৫, ১৪ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৫ ১৯:০৩

আপডেট:
২৭ এপ্রিল ২০২৫ ১৪:৩৭

ছবি সংগৃহীত

শতাধিক পণ্যে শুল্ক-কর আরোপ, টিসিবির ট্রাক সেল বন্ধ ও ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলটির ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, শতাধিক পণ্যে শুল্ক-কর আরোপ করা, টিসিবির ট্রাক সেল বন্ধ করা, ৪৩ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়। এসব সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

একইসঙ্গে গ্রাম-শহরে শ্রমজীবীদের জন্য রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিও জানান তারা।

এ সময় বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, বর্তমানে মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। এখন আবার অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের ওপর ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখে পড়েছে। আইএমএফের পরামর্শে এই কর বসানোর কোনো নৈতিক ভিত্তি বর্তমান সরকারের নেই।

তিনি বলেন, যেখানে আমাদের প্রবাসী শ্রমিকেরা মাসে ২ বিলিয়ন ডলার দেশে পাঠায় সেখানে মাত্র দেড় বিলিয়ন ডলার ঋণের জন্য আইএমএফের চাপে কর বাড়ানোর কোনো মানে হয় না। অন্তর্বর্তী সরকার অনিয়মের অভিযোগ তুলে সারা দেশে টিসিবির ৪৩ লাখ ফ্যামিলি কার্ড বাতিল করেছে। যদিও এত বেশি কার্ডে অনিয়ম হয়েছে এটি জনমনে বিশ্বাসযোগ্য নয়। সরকারের উচিত ছিল পরীক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া।

বক্তব্যে বজলুর রশীদ ফিরোজ অবিলম্বে সুষ্ঠু, অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রে উত্তোরণের পথ সুগম করার দাবি জানান।

এ সময় অন্য নেতারা তাদের বক্তব্যে গ্রাম ও শহরের শ্রমজীবী মানুষের জন্য সার্বজনীন রেশন চালু ও ন্যায্যমূল্যের দোকান চালু করার দাবি জানান।

সমাবেশে বাসদ ঢাকা মহানগর শাখার ইনচার্জ নিখিল দাস সভাপতিত্ব করেন। এ সময় মহানগর নেতা খালেকুজ্জামান লিপন, জাকির হোসেন, নাসির উদ্দিন প্রিন্স ও রুখসানা আফরোজ আশা বক্তব্য দেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top