শনিবার, ২৬শে এপ্রিল ২০২৫, ১৩ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বিজিবি-বিএসএফ সৌজন্য সাক্ষাৎ : সীমান্ত নিয়ে গুজব ছড়ানো যাবে না


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৫ ১৬:১৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ২২:৫৯

ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম। এ ছাড়া মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ উভয় দেশের স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় চলমান সংকট নিরসনে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে।

সৌজন্য সাক্ষাতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়

১. সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেহ প্রবেশ করবে না।

২. সীমান্ত-সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করা হবে।

৩. উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না।

৪. উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকতে হবে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকায় চলমান পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং এই সাক্ষাতে উভয়পক্ষের মধ্যে সীমান্ত সম্পর্কিত বিষয়ে লিখিত আলোচনা হয়। এ ছাড়া সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top