বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ঢাকার পথে পথে উড়ছে ফিলিস্তিনের পতাকা


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫ ১২:২৪

আপডেট:
২৪ এপ্রিল ২০২৫ ১৯:২৫

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম।

শনিবার (১২ এপ্রিল) বিকেল তিনটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হতে যাচ্ছে এই গণজমায়েত। এতে অংশ নিতে সকাল থেকেই আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মাথায় কালেমা সম্বলিত ফিতা, হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে শত শত মানুষ আসছেন সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে।

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানাতে ফিলিস্তিনের পতাকা হাতে এসেছেন হাজারো প্রতিবাদী মানুষ। কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, মানববন্ধন, প্রতিবাদ কর্মসূচিতে এখন নিয়মিত দেখা যাচ্ছে কালো, সাদা, সবুজ ও লাল রঙের পতাকাটি।

তবে এই আবেগের সুযোগ নিচ্ছেন ফুটপাতের হকাররা। চাহিদা বাড়ায় তারা বাড়িয়ে দিয়েছেন পতাকার দাম। দ্বিগুণ এমনকি কেউ কেউ তিনগুণ দামেও একটি পতাকা বিক্রি করছেন।

পথে পথে বিক্রি হচ্ছে ফিলিস্তিনের পতাকা আঁকা টিশার্ট, ফিলিস্তিনের পতাকা, ফিতা ও ব্যাচ।

রাজু ভাস্কর্যের পাশে কয়েকটি দোকান দেখা গেছে। সেখানে আগ্রহ নিয়ে ক্রেতারা কিনছেন ফিলিস্তিনের পতাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও ফিলিস্তিনের পতাকা দেখা গেছে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্‌দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হলসহ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১৩টি হলেই ফিলিস্তিনের পতাকা উড়ছে।

হলগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই গণজমায়েতে সভাপতিত্ব করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।

মার্চ ফর গাজা কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দলমতের মানুষের সম্মিলিত স্রোতে সোহরাওয়ার্দী উদ্যানে বৃহৎ এ গণজমায়েত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম ছাড়াও জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলিগ জামাত, আহলে হাদিস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনের মতো রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।

এছাড়া আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, শায়খ আহমাদুল্লাহ, মামুনুল হক, মিজানুর রহমান আজহারী, সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, ড. আবুল কালাম আজাদ বাশার, প্রফেসর মোখতার আহমাদ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, হাসনাত আব্দুল্লাহ, আরজে কিবরিয়া, কবি মুহিব খান, লতিফুল ইসলাম শিবলীসহ বিভিন্ন সেক্টরের সেলিব্রেটিরা এতে অংশ নেয়ার কথা রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top