ভোটার তালিকা থেকে রোহিঙ্গা বাদ দিতে বৈঠকে বসছে ইসি
প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫ ১৪:০০
আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৭:২০

ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে আগামী বুধবার (৩০ এপ্রিল) বৈঠক বসছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করার কার্যক্রম গ্রহণ করবে সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত বৈঠকের অফিস আদেশ থেকে বিষয়টি জানা যায়।
অফিস আদেশে বলা হয়েছে, আগামী বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে সকাল সাড়ে দশটায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, রিট পিটিশন নং ৪৬১৫/২০২৪ এর আদেশ অনুযায়ী কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাইঅন্তে উক্ত তালিকাসমূহে কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে।
জানা গেছে, রোহিঙ্গারা সমতলে ছড়িয়ে পড়ায় ২০১৯ সালে নির্বাচন কমিশন চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সব উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করে ইসি। ৩২টি উপজেলা/থানার ভোটারযোগ্য ব্যক্তিদের নিবন্ধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ‘বিশেষ কমিটি’ গঠন করা হয়। ওই কমিটির যাচাই-বাছাই এবং সুপারিশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট এলাকার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: