শান্তিপূর্ণ প্রকৗশলী সমবেশে হামলা ও যখমের নিন্দা করে প্রতিবাদ
প্রকাশিত:
১১ মে ২০২৫ ১১:০৯
আপডেট:
১২ মে ২০২৫ ০৫:১২
শনিবার ১০ ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে আই ই বি সদস্য এবং একইভাবে এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ জাতীয়তাবাদী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন প্রকৌশলী সদস্যরা শান্তিপূর্ণ প্রকৗশলী সমবেশে হামলা ও যখমের তীব্র নিন্দা করে এক প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আ ন হ আখতার হোসেন বলেন, আমরা আই ই বি সদস্য এবং একইভাবে এসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ারস বাংলাদেশ জাতীয়তাবাদী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন প্রকৌশলী সদস্য। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অবৈধভাবে দখলকারীরা আজ আইইবি এর একটি EOGM আমন্ত্রণ জানান। বিষয় ছিল নির্বাচন সংক্রান্ত। আইইবির সঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের বিষয়ে EOGM এ আলোচনার বিষয় না। আইইবির গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন সংক্রান্ত বিষয়াদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেন্দ্রীয় নির্বাচন কমিটিকে প্রদান করা হয়েছে।
তিনি জানান, ইনস্টিটিউশনের গঠনতন্ত্রের ধারা লঙ্ঘন করে অবৈধভাবে আইইবি দখলকারীরা EOGM র নির্বাচন বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করে। বর্তমান দখলকারীদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে এবং এ বিষয়টি এখন আদালতের এখতিয়ারাধীন। অবৈধভাবে আইইবি দখলকারীদের সম্পর্কে আমাদের প্রতিবাদ থাকা সত্ত্বেও আমরা EOGM এ যোগদানের সিদ্ধান্ত নেই। সেই লক্ষ্যে সাড়ে দশটার মধ্যে আইইবি সামনে কয়েক শত সদস্য আইইবির সন্নিকটে সমবেত হন। আমাদের সদস্যরা যখন আইইবির মূলগেট তে প্রবেশ করতে যান তখন পুলিশ বাধা দেন। শুধু বাধাই দেয়নি, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তাদের সাথে কিছু বহিরাগত এই প্রকৌশলী আমাদের ওপর ককটেল নিক্ষেপ করে। তাদের আক্রমণ কয়জন প্রকৌশলী গুরুতর ভাবে আহত হন। পুলিশ আহত একজন প্রকৌশলীকে গ্রেফতার করে। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের প্রথম নির্বাচিত ভিপি। এমতাবস্থায় কোন ধরনের সংঘর্ষ এড়ানোর জন্য আমরা স্থান ত্যাগ করি।
তিনি আরও বলেন, আমরা অত্যন্ত দুঃখিত যে, জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তীকালে যে সরকার গঠিত হয়েছে তারা জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা সহ বিভিন্ন গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। এক্ষেত্রে আমরা তাদের ঘোষণা বিরোধী পুলিশের হস্তক্ষেপ লক্ষ্য করছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সকল অবৈধ কাজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এ প্রসঙ্গে উল্লেখ্য, আমরা গত দুই তিন দিন ধরে সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের আমাদের প্রকৌশলীদের সমাবেশ সম্পর্কে অবহিত করেছে এবং আমাদের নিরাপত্তা বিধানে অনুরোধ জানিয়েছি। কিন্তু আজকের সকালের পুলিশের আচরণ স্বৈরাচারী সরকারের পুলিশের আচরণের সাথে কোন পার্থক্য লক্ষ্য করছি না।
তিনি বলেন, আমরা সবিনয়ে আপনাদের অবগতির জন্য জানচ্ছি যে, আমরা সবাই বিএনপি সমর্থক এবং বিএনপির বিভিন্ন কমিটির সদস্য। আমাদের মধ্যে আইইবি'র প্রাক্তন প্রেসিডেন্ট, সম্মানী সাধারণ সম্পাদক সহ আই ই বির জাতীয় নির্বাহী কমিটির ও কাউন্সিলের সদস্য রয়েছেন। এদেরকে একটি স্বার্থান্বেষী মহল আওয়ামিলীগের সহযোগী সংগঠন হিসেবে চিত্রিত করতে চায়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আইইবির প্রেসিডেন্ট আ ন হ আখতার হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খালেদ হাসান চৌধুরী, আইইবির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোঃ কাইউঊ, মোঃ আরেক হামান শাহিন,ইন্জিনিয়ার এম এস গালিব, মোঃ আব্দুল রউফ , প্রকৌশলী কাজী ফজলুল করিম, মোঃ গোলাম মোস্তফা সহ আইইবির অন্যান্য সদস্যবৃন্দ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: