সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৬শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ইসির কাছে বিতর্কিত ৩ নির্বাচনের সব তথ্য চেয়েছে তদন্ত কমিশন


প্রকাশিত:
১০ আগস্ট ২০২৫ ২১:২১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ০০:২৭

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে পরপর তিনটি চরম বিতর্কিত নির্বাচন করে। সেই নির্বাচনগুলো দেশে-বিদেশে ব্যাপক সমালোচিত হয়েছে। এসব নির্বাচন নিয়ে উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে। সেই কমিশন ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনের সব তথ্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে চেয়েছে।

সম্প্রতি জাতীয় নির্বাচন তদন্ত কমিশন থেকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি রোববার (১০ আগস্ট) জানাজানি হয়।

জানা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২৯ জুলাই জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, The Commissions of Inquiry Act, 1956 এর আওতায় গঠিত এই কমিশনকে আগামী ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

চিঠি থেকে জানা যায়, তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় দলিল, নথি ও তথ্য সরবরাহ করবে। এর মধ্যে রয়েছে— নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, আইন ও বিধিমালায় সংশোধন সংক্রান্ত দলিল, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোটগ্রহণকারী কর্মকর্তা, ভোটকেন্দ্র নির্বাচন, প্রেষণে নিয়োগ, প্রার্থী মনোনয়ন, প্রশিক্ষণ, ভোটের হার, নির্বাচন পর্যবেক্ষণ, অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা ও ইভিএম সংক্রান্ত তথ্যসহ অন্যান্য প্রাসঙ্গিক নথি।

গত ৩১ জুলাই অনুষ্ঠিত জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সভায় সিদ্ধান্ত হয়, তালিকাভুক্ত এসব তথ্য জরুরি ভিত্তিতে সরবরাহে নির্বাচন কমিশন সচিবালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর পরিপ্রেক্ষিতে ইসি ইতোমধ্যে সব তথ্য সংগ্রহ শুরু করেছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top