স্বরাষ্ট্র উপদেষ্টা
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অথচ ‘বয়স্ক’ বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৭
আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

কারাগারে যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে বৃদ্ধ ও অসুস্থ কারাবন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, কারাতে অনেক সমস্যা আছে। সেখানে সংস্কার দরকার। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। কারাবন্দিদের নিয়ে আলোচনা হয়েছে। সেখানে অনেক বাজেট স্বল্পতা রয়েছে। কারাবন্দিদের মধ্যে অনেক বয়স্ক রয়েছে। তারা বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয়। কারাগারে যে লাইফটাইম (যাবজ্জীবন সাজা) ৩০ বছর রয়েছে সেটা কমিয়ে কীভাবে বয়স্কদের ছাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, কত বছর যাবজ্জীবন কারাদণ্ড হবে সে বিষয় এখনো নির্ধারণ হয়নি। মেয়েদের ক্ষেত্রে ২০ বছর এবং ছেলেদের ক্ষেত্রে আরেকটু বেশি করার বিষয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে আসামিদের বয়স দেখতে হবে। ধরুন কেউ ১৮ বছর বয়সে অপকর্ম করেছে তাকে যদি ২০ বছর পরে ছেড়ে দেওয়া হয় তাহলে সে বের হয়ে আবার অপকর্মে জড়াতে পারে। এ বিষয়গুলো দেখা হবে।
উপদেষ্টা আরও বলেন, লুট হওয়া অস্ত্র প্রতিদিন উদ্ধার হচ্ছে। পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। দুই বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়ে কারো কোন অভিযোগ ছিল না। জাতীয় নির্বাচনেও আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: