শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের জন্য ঈদ উপহার


প্রকাশিত:
১৪ মে ২০২০ ০১:৩৭

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ০৩:৫০

ছবি: ডিএমপি নিউজ থেকে সংগৃহীত

পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনরত অবস্থায় প্রাণ হারানো পুলিশ সদস্যদের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী পাঠিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বর্তমানে চলমান করোনাযুদ্ধে জীবন বিলিয়ে দেয়া সাত পুলিশ সদস্য ও গত বছর দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী ১৯১ পুলিশ সদস্যের প্রত্যেকের পরিবারকে ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়েছে।

এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য এবং ঈদের পোশাক। বুধবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি বছর ১ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকায় এবং ঢাকার বাইরে প্রতিটি ইউনিটে পুলিশ মেমোরিয়াল ডে পালনের মধ্য দিয়ে স্মরণ করা হয়। এছাড়া তাদের পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে পুলিশ সদর দফতরের কল্যাণ শাখা থেকে নিয়মিত খোঁজ-খবর নেয়া হয়। তবে এ বছর করোনার কারণে জীবন উৎসর্গকারী সদস্যদের পরিবারের কাছে উপহার সামগ্রী পাঠানো হয়েছে।


সম্পর্কিত বিষয়:

ডিএমপি পুলিশ আইজিপি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top