শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে

ট্রেনে ভ্রমণরত শিশু যাত্রীদের উপহার দিলেন রেলমন্ত্রী!


প্রকাশিত:
১৮ অক্টোবর ২০২১ ২০:৪৪

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১৩:২৫

ছবি-সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানন্ত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ট্রেনে ভ্রমণরত শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

সোমবার (১৮ অক্টোবর) কমলাপুর রেল স্টেশনে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

এ উপহার সামগ্রীর মধ্যে ছিল একটি কেক, একটি পেন্সিল, একটি কাটার, একটি রাবার, দুটি স্টিকার, কয়েক ধরনের চকলেট।

রেলপথমন্ত্রী বলেন, শিশুদের উপহার প্রদানের মাধ্যমে শিশু রাসেলের খুনিদের প্রতি ঘৃণা জানানো আমাদের উদ্দেশ্য। এছাড়া শিশুদের উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে শেখ রাসেল সম্পর্কে জানার আগ্রহ তৈরি করাও আমাদের লক্ষ্য।

এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top