করোনার প্রভাব
আবারও ভার্চুয়ালে সুপ্রিম কোর্ট
প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২২ ০৩:৫২
আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ২১:১২

সারাদেশে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমন বেড়ে যাওয়ায় স্বশরীরের বদলে আবারও ভার্চুয়ালভাবে চালু হচ্ছে বিচার কার্যক্রম। বুধবার ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এ কার্যক্রম। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে এ বিষয়ে আলাদা দু'টি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ বিবেচনায় বুধবার ১৯ জানুয়ারি থেকে তথ্য-প্রযুক্তিতে ভার্চুয়াল উপস্থিতিতে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। এ প্রক্রিয়ায় চলবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের সকল বেঞ্চ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যেভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে ভার্চুয়ালি যেতে হবে।
এদিকে কোভিড-১৯ বা করোনায় আক্রান্ত হয়েছেন হাইকোর্ট বিভাগের ১৩ জন বিচারপতি। সুপ্রিম কোর্টের অনেক স্টাফও আক্রান্ত হয়েছেন করোনায়। এমন অবস্থায় স্বশরীরে আদালতের কার্যক্রম চালানো কঠিন হয়ে যায়। সুপ্রিম কোর্টের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন নিম্ন আদালতের অনেক বিচারক।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
আবারও ভার্চুয়ালে সুপ্রিম কোর্ট ১৯ জানুয়ারি থেকে শুরু ভার্চুয়াল কোর্ট ধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার করোনায় আক্রান্ত হাইকোর্টের১৩ বিচারপতি
আপনার মূল্যবান মতামত দিন: