প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ
অ্যাটর্নি জেনারেলসহ ২২ সহকারী জজ করোনা আক্রান্ত
প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২২ ০৪:১৩
আপডেট:
৩০ এপ্রিল ২০২৫ ২১:২০

প্রশিক্ষণ নিতে এসে করোনা আক্রান্ত হয়েছেন ২২ সহকারী জজ। রাজধানীর জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে প্রশিক্ষণ নিতে এসে করোনা আক্রান্ত হন তারা। ফলে অসমাপ্ত রেখেই বন্ধ ঘোষণা করা হয় দুই মাসের প্রশিক্ষণ প্রোগাম।
করোনা আক্রান্ত ২২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী জজকে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে। তারা দেশের বিভিন্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার বরাত দিয়ে তার করোনা আক্রান্তের খবর দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
করোনা আক্রান্ত ২২ সহকারী জজ বিচার প্রশিক্ষণ ইনস্টিউটে প্রশিক্ষণ নিতে এসে করোনা আক্রান্ত করোনা আক্রান্ত ২২ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করোনা ভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল
আপনার মূল্যবান মতামত দিন: