টিআইবি’র ২০২১ সালের রিপোর্ট প্রকাশ
দুর্নীতিতে বাংলাদেশ আগের মতই
প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২২ ০০:৫২
আপডেট:
২৬ জানুয়ারী ২০২২ ০০:৫৮

বার্লিন ভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ২০২১ সালের দুর্নীতির সূচক প্রকাশ করেছে। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করে ট্রন্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। মঙ্গলবার ২৫ জানুয়ারি, বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশে দুর্নীতির অবস্থা সম্পর্কে জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। দুর্নীতিতে বাংলাদেশের অবস্থানকে হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।
টিআইবি জানায়, ২০২১ সালের সূচক অনুযায়ি টানা চতুর্থবারের মত বাংলাদেশের স্কোর ২৬, যা ২০১৮, ২০১৯ ও ২০২০ সালের মতই। তালিকায় সর্বনিম্ন থেকে গণনা অনুযায়ি ২০২০ সালের তুলনায় একধাপ এগিয়ে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম এবং সর্বোচ্চ থেকে গণনা অনুযায়ি ২০২০ সালের তুলনায় একধাপ পিছিয়ে ১৪৭তম। এ বছর একই স্কোর পেয়ে তালিকায় নিম্নক্রম অনুযায়ি বাংলাদেশের সাথে যৌথভাবে ১৩তম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকার মাদাগাস্কার ও মোজাম্বিক।
দক্ষিণ এশিয়ায় দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের উপরে। এখানে ১৬ স্কোর পেয়ে সর্বানিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। সূচক অনুযায়ি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ ভুটান। দেশটির স্কোর ৬৮। সূচকে বলা হয়, ২০১২ সালে বাংলাদেশের অবস্থান যা ছিল, দশ বছর পরও একই রয়েছে। গেল কয়েক বছরে সরকারের দুর্নীতি বিরোধী বিভিন্ন ঘোষণা থাকলেও এক দশ ধরে ২৬ স্কোর প্রমান করে যে, আইনের যথাযথ প্রয়োগ এবং কাঠামোগত দুর্বলতার কারণে বাংলাদেশের অবস্থানগত কোন পরিবর্তন হচ্ছে না।
এসএন/জুআসা/২০২২
সম্পর্কিত বিষয়:
টিআইবির ২০২১ সালের রিপোর্ট টানা চতুর্থবারের মত বাংলাদেশের স্কোর ২৬ বিশ্বের ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম বাংলাদেশের সাথে যৌথভাবে ১৩তম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকার মাদাগাস্কার ও মোজাম্বিক দুর্নীতিতে বাংলাদেশ আগের মতই
আপনার মূল্যবান মতামত দিন: