নির্বাচন কমিশন গঠন
নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল
প্রকাশিত:
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৫:০৪
আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১২:২২

ঘোষণা করা হলো নতুন নির্বাচন কমিশন। কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেলেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কমিশনের অন্য সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো: আলমগীর এবং অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।
২৬ ফ্রেব্রুয়ারি শনিবার এক সরকারী গেজেটে নতুন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির আদেশক্রমে এই গেজেট প্রকাশ করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ি প্রদত্ত ক্ষমতাবলে ২৬ ফেব্রুয়ারি শনিবার নিয়োগ দেয়া হয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদেরকে।
উল্লেখ্য, সর্বশেষ ইসির মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এ জন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।
এসএন/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: