শুক্রবার, ২৫শে এপ্রিল ২০২৫, ১২ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


আবহাওয়া দিবসের আলোচনায় প্রতিরক্ষা সচিব

দুর্যোগ মোকাবেলায় আবহাওয়ার আগাম তথ্য ও পূর্বাভাস গুরুত্বপূর্ণ


প্রকাশিত:
২৪ মার্চ ২০২২ ০১:৩৮

আপডেট:
২৫ এপ্রিল ২০২৫ ১১:০৪

বিশ্ব আবহাওয়া দিবসের আলোচনায় অতিথিরা

ঘূর্ণিঝড়, বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা জানা থাকলে ক্ষয়ক্ষতির পরিমান অনেক কমানো যায়। এজন্য আবহাওয়ার সঠিক তথ্য ‍ও পূর্বাভাস সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব আবহাওয়া দিবসের আলোচনায় এমন কথা বলেছেন প্রতিরক্ষা সচিব গোলাম হাসিবুল আলম।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সারাবিশ্বে ১০ হাজারের বেশি পর্যবেক্ষণ কেন্দ্রে উন্নত প্রযুক্তির মাধ্যমে আবাহাওয়ার সঠিক তথ্য দেয়া সম্ভব হয়েছে। সময়মত আবহাওয়ার সঠিক তথ্যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় পরিণত হয়েছে রোল মডেলে।

রাজধানীর আগারগাঁও পর্যটন ভবন মিলনায়তনে আয়োজিত আবহাওয়া দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পরিচালক মোঃ আজিজুর রহমান। এতে যোগ দেন, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ খান, বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল অব বাংলাদেশ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুল হক পিএসসি এবং আবহাওয়া সংশ্লিষ্টরা।

এ বছর আবহাওয়া দিবসের প্রতিপাদ্য, আগাম সতর্কতা এবং আগাম পদক্ষেপ- দুর্যোগ ঝুঁকি হ্রাসে আবহাওয়া, পানি ও জলবায়ুর তথ্য। ১৯৫০ সালে জাতিসংঘের সদস্য দেশগুলো নিয়ে প্রতিষ্ঠিত হয় বিশ্ব আবহাওয়া সংস্থা। সেই থেকে বর্তমানে ১৯১ টি দেশ প্রতিবছর ২৩ মার্চে পালন করে আসছে বিশ্ব আবহাওয়া দিবস।

এসএন/জুআসা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top