10131

04/28/2025 কুয়াকাটায় হোটেল মালিকদের ধর্মঘট

কুয়াকাটায় হোটেল মালিকদের ধর্মঘট

কুয়াকাটা থেকে

১৭ আগস্ট ২০২২ ২৩:৩৫

পর্যটকদের নিম্নমানের খাবার দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করায় কুয়াকাটায় রেস্তোরাঁ মালিকরা আকস্মিক ধর্মঘটের ডাক দিয়েছেন।

দফায় দফায় তাদের রেস্তোরাঁগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ক্ষুব্ধ হয়ে অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছেন। কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সংগঠনের সভাপতি মো. সেলিম মুন্সী মঙ্গলবার রাত ১০টায় এ ঘোষণা দেন।

তার অভিযোগে জানিয়েছেন, প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে মোটা অঙ্কের টাকা জরিমানা করে যাচ্ছে। একই হোটেলকে একাধিকবার এ জরিমানার আওতায় নেওয়া হয়েছে। মোবাইল কোর্টের নামে তাদের হয়রানি করাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই কুয়াকাটার সব খাবার হোটেল মালিক একত্রিত হয়ে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আবাসিক হোটেল মালিকদের সংগঠন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএ মোতালেব শরীফ জানান, রেস্তোরাঁ বন্ধ থাকলে পর্যটকরা চরম বিপাকে পড়বেন। তাই এ সমস্যার দ্রুত সমাধানে সবাইকে আন্তরিক হতে হবে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হকের মতে, পর্যটনকেন্দ্র কুয়াকাটায় রেস্তোরাঁ মালিকদের আকস্মিক ধর্মঘট ডাকাটা অযৌক্তিক। পর্যটকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের গুরুত্ব বোঝাতে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রেস্তোরাঁ মালিকরা ধর্মঘটে না গিয়ে প্রয়োজনে জেলা প্রশাসককে জানাতে পারেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]