10278

05/02/2025 বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা তরুণীকে মারধরের অভিযোগ

নোয়াখালী থেকে

২৬ আগস্ট ২০২২ ০৪:৩৫

নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা এক তরুণীকে (২২) মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার (মেম্বার) ছেলে রোমান (৩৫) গত রমজানের ঈদের পর ভয়ভীতি দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। ঘটনার এক মাস পর ভুক্তভোগীর মা বিষয়টি অভিযুক্ত রোমানের মাকে জানালে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে রোমানের পরিবার। বর্তমানে ৩ মাসের অন্তঃসত্ত্বা ওই তরুণী।

মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৪ আগষ্ট) বিকালে ঘরের পাশের পুকুর ঘাটে কাজ করছিল ওই তরুণী। তখন রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করেন। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তরণীকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ‌‘পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]