10307

04/26/2025 হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

২৮ আগস্ট ২০২২ ০৫:৪৮

কাপ্তান বাজার হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ আগষ্ট) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আড়াই হাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ড. শাহজাহান সাজু, সোনাইমুড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান নিজাম উদ্দিন সুজন, দিদারুল আলম মজুমদার, ড. নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, কবির হোসাইন, কাজী সালাহ উদ্দিন দিদার, কামরুজ্জামান বিপ্লব, সেক্রেটারী সুরুজ ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা রহমত উল্যাহ আমিনী প্রমুখ।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশীদ আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। অনুষ্ঠানে সমিতির ৬৪২ জন সদস্যের মধ্যে ৪৬০ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সুষ্ঠভাবে সমিতির নির্বাচন করার লক্ষ্যে সভাপতি ও সাধারন সম্পাদক আগামী ২৯ আগস্টের মধ্যে প্রথম শ্রম আদালত ঢাকা কতৃক সত্যায়িত হালনাগাদ ৬৪২ জন সদস্যের তালিকা নির্বাচন সাব-কমিটির নিকট বুঝিয়ে দিবেন।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]