10345

04/26/2025 গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট ২০২২ ২১:৩৬

আবারও গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। এ ঘটনা ঘটেছে কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল এলাকার একটি বাসায়। আশঙ্কাজনক অবস্থায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০), মোছা. মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)।

এ বিষয়ে স্থানীয় এক প্রতিবেশী জানান, কেরানীগঞ্জের জিনজিরা এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় গ্যাস বিস্ফোরণের শব্দ পান। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানিয়েছেন, ‘কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]